রোশনাই আজকের পর্ব ২৫ মে

রোশনাই আজকের পর্ব

বাড়িতে এসে আরণ্যক সবার জন্য যা যা জামাকাপড় কিনেছে সবার হাতে দেয় জামাকাপড়গুলো। বাড়ির সবার খুব পছন্দ হয়। এরপর আরণ্যক এর বাবা আর অন্যকে জিজ্ঞেস করে যে তার টোটাল কত খরচা করলে আরণ্যক বলে তোমরা দাম নিয়ে প্রশ্ন কেন করছ এটা কোন ব্যাপার না টাকাটা শুনে তুমি কী করবে? বলো আচ্ছা ঠিক আছে বলছি 1,40,000 টাকা৷ এই কথা শুনে আর অন্যকে জেঠুমণি বলে কি বলছিস কী রে এটা তো আমাদের এক মাসে রোজগার।আরণ্যক এর মা বলে এটা আপনার এক মাসে রোজগার। কিন্তু আমার ছেলে আপনার থেকেও বেশি কামায়। আর আমার ছেলে ছাড়া তো এই বাড়িতে এত দামি জিনিস কেউ জানতেও পারবে না। কথায় কথায় আরণ্যক বলে তোমরা সব নিয়ে কথা বলা বন্ধ করো। আমি এই সব জিনিস কিনে এনেছি আউট অফ হ্যাপিনেস আমার সব করতে ভালো লাগে সেই মুহূর্তে মিমি এসে আর অন্যকে বলে তুমি সবার জন্য কিনেছিস রোশনের জন্য কোথায় তুই কেন আসিস নি ওর জন্য ঠিক তখনই রোশনাই বড়মাকে বলে যেসব খাবার টেবিলে দিয়ে দিয়েছি।সবাইকে খেয়ে নিতে বলো আর অন্যকে মা বলে আমাদের খাওয়া হয়ে গেলে তার পর ওকে খাবার দিয়ে দেবো। এখন ওকে এখান থেকে চলে যেতে বল এই বলে রোশনাই অপমান করে। পরের দিন সকাল বেলায় রোশনাই পুজোর কাজ করলে আরণ্যক এসে রোশনাইকে বলের মধ্যে একটি শাড়ি আছে। কাল সবার জন্য যখন কিনতে গিয়েছিলাম তোমার জন্য কিনে এনেছি সবার সামনে দিতে পারিনি।



তাই এখন দিচ্ছি রোশনাই আর অন্যকে বলে আপনি লুকিয়ে আমার জন্য শাড়ি এনেছেন আর আমি সেটা নিয়ে নেব আপনি কি আমাকে লোভী ভাবেন আরণ্যক বলে সেটা আমি ভাবি না তুমি ভাল করেই জানো।সবার সামনে তোমাকে দিলে অনেক কথা হত। তোমাকে আমাকে অনেক কথা শুনতে হত। রোশনাই বলে আপনি ওটা ফিরিয়ে নিয়ে যান। কেউ যদি দেখে ফেলে আপনার কী হবে জানি না। কিন্তু আমাকে অসম্মানিত হতে হবে। আরণ্যক বলে আমি তোমার জন্য পছন্দ করে কিনে এনেছি রোশনাই বলে কেন কিনে এনেছেন আপনার তো আমার জন্য পছন্দ করে কেনার কথা না গরিমা দিদির জন্য কেনার কথা সেটাই তো করেছেন তাহলে আমার জন্য নিয়ে আসতে গেলেন কেন আরণ্যক বলে তোমার জন্য আর কেউ পছন্দ করে কিনে দিত বোলো রোশনাই বলে যে আপনাদের বাড়ির লক্ষ্মীপুজোতে।আমি নতুন শাড়ি পরতে চাই সেটা কি আমি আপনাকে বলেছিলাম আরণ্যক বলে তুমি বলবে তার পরে আমি করব। আমার কি কোনও বিবেক নেই? রোশনাই বলে আছে বুঝি।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন