তুমি আসে পাশে থাকলে আজকের পর্ব ২৬ মে

তুমি আসে পাশে থাকলে আজকের পর্ব

দেব কাঁদতে কাঁদতে পারোকে বলে আমি শ্যাম্পু করে পার্বতীকে রেখে আসতে গিয়েছিলাম। ওর থেকে মুক্তি চেয়েছিলাম। কিন্তু যে ভাবে মারা যাবে সেটা চাইনি এই বলে কাঁদতে থাকে পারদ একে বলে তুমি চিন্তা করো না পার্বতী দিদির কিচ্ছু হবে না। এরপর ডক্টর ওটি থেকে বেরোলে সবাই জিজ্ঞেস করে পার্বতীর অবস্থা কেমন? ডক্টর বলে গুলিটি বের করা গেছে কিন্তু অবস্থা ভালো নয় যখন তখন কিছু হয়ে যেতে পারে এই কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে তারপর একজন নার্স এসে এক ব্যাক পারদ হাতে দিয়ে বলে অ্যাম্বুল্যান্সে এগুলো পড়েছিল এগুলো আপনাদের।তার পর নার্স বলে আপনারা শুনছেন। পেশেন্টের অবস্থা আগের থেকে বেটার আছে। আপনারা একজন একজন করে উনার সাথে দেখা করতে পারেন। এরপর সবাই মিলে পার্বতীকে কেবিনে দেখতে আসে পার্বতী সবাইকে দেখে বলে যে কে আপনারা আর হেসে বলে কেমন বোকা বানালাম তোমাদের দেবের মণি মা বলে নেহাত তুই হসপিটালে আছিস তাই মারতে পারব না কিন্তু বলতে তো পারব আর বলে তোর গুলিটা লাগল কী করে বল পার্বতী বলে সেদিন আমাদের গ্রামে উগ্রপন্থীরা ঢুকেছিল অনেকগুলি চলছিল আর বোমা পড়েছিল।আমার ছাগল সোনামণি গুলির আওয়াজে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। তারপর আমি খুঁজতে খুঁজতে পালিয়ে পালিয়ে ওর পেছনে যাই। হঠাৎ দেখি আমার বুকে একটি গুলি এসে লাগল। আমি কোনওরকমে ওকে বাঁচিয়ে বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছি। সোনামণি কে বাঁচাতে আমার বুকে গুলি লেগেছিল সেই মুহূর্তে আয়ুষ পার্বতীকে বলে ওখানে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে ঠিক তখনই ডক্টর এসে বলে, আপনাদের এবার বাইরে যেতে হবে সবাই সেখান থেকে চলে গেলে দেবার পারো কেবিনে থেকে যায়।আর পারো পার্বতীকে বলে সাবধানে থেকো আমরা এখন আসি কেমন এই বলে পার পার্বতীর কপালে 1:00 চুমু দিয়ে সেখান থেকে চলে যায়।



তুমি আসে পাশে থাকলে আজকের পর্ব ২৬ মে সম্পূর্ণ ভিডিও দেখুন - 


লিঙ্ক - ১ 


লিংক - ২ 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন