তোমাদের রানী সিরিয়াল আজকের পর্ব
দুর্জয় আনিশাকে বলে ওই নার্সিংহোমে কি রানি জয়েন করেছে। আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু আমি ওকে আচ্ছা দেখেছি সত্যি করে বলো চার জন জুনিয়র ডক্টর৷ যৌণ করার কথা ছিল আমাদের নার্সিংহোমে তার মধ্যে কি রানি জয়েন করেছে আনিশা দু জনকে বলতে গেলে পিঙ্কি আনিশাকে আটকে দেয় বলে ওকে এখন এ সব কথা বলো না। রানির কথা শুনে যদিও প্রেশার বেড়ে যায় তখন কী হবে তারপর পিঙ্কি দুর্জয়কে বলে তুমি ভুল দেখছ। ওদিকে আদিত্য রানিকে বলে তুমি কাল থেকে এই বাড়িতে একা যাবে ধোনিকে নিয়ে যাবে না কারণটা কী?রানি আদিত্যকে বলে যে, অ্যাক্সিডেন্টে আমার স্বামীর চোখে কিছু দেখতে পাচ্ছে না। তবে ডক্টর বলেছে, এটা টেম্পোরারি ধোনিকে এখনই দূর জয়ের কাছে নিয়ে গেলেও যদি জানতে পারে ওর চিকিৎসায় আমি ওঁকে সাহায্য করছি তা হলেও উত্তেজিত হয়ে পড়বে। আর কোনও রকম উত্তেজনা ওর পক্ষে এখন ঠিক নয়৷ আমি কাল থেকে ধোনিকে নিয়ে যেতে পারব না। এদিকে পিঙ্কি অনিশা কে বলে, আমি এই সমস্ত কিছু করছি যাতে তুমি আর জয়ের কাছাকাছি আসতে পারো। ছোট মতো চাই যে তোমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক আনিশা পিঙ্কিকে বলে বিয়ে দেখো আমি জয়কে ভালবাসি এতে আমার কোনও ইনটেনশন নেই।ওকে আগে যেমন ভালোবাসতাম এখনও তেমনই ভালোবাসি। আমি মেন্টালি পিপিই আছি। রানি ফিরে এলে ওরা রানির মধ্যে যেন সব ঠিক হয়ে যায়। পিঙ্কি বলে রানি বাড়িতে ফিরে এলে বিপ্লবের আঁতুড়ঘর গড়ে তুলবে। সেটা আমি চাই না। তুমি জয়কে বিয়ে করো আনিশা বলে রানিকে ক্ষমা করে দিলে হয় না ও তো তোমার থেকেও অনেকটা ছোট পিংকি বলে রাণী আমার সাথে যা করেছে সারা জীবনে আমি ওঁকে ক্ষমা করতে পারব না। আনিশা বলে তোমার আমার থট প্রসেসটা এখন আলাদা জয়ের সাথে ব্যবসা করছি ঠিকই কিন্তু ওঁকে ভালোবাসার মধ্যে আমার কোনও স্বার্থ জড়িয়ে নেই।তাতেও আমার জীবনে ফিরে এলে তো ভালোই। আর যদি নাও আসে তাতে আমার কোনও রিগ্রেট নেই। এই বলেননি, সেখান থেকে চলে যায়। অন্যদিকে আদিত্য আর রানি পিকলুর কাছে আসে আদিত্য রানিকে বলে এই ছেলেটাকে নিয়ে কী করবে তুমি তো এখন থাকবে না৷ বলছ যদি কোনও মেডিক্যাল এমারজেন্সি হয় তখন কিন্তু ওকে বাঁচানো না ও যেতে পারে। রানি আদিত্যকে বলে, এমনটা হবে না, মুখে বাঁচতেই হবে। তা না হলে আমি শ্বশুরবাড়ির লোকেদের সামনে কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারব না, সেটা আমাকে প্রমাণ করতে হবে। আর পিকলু তাঁকে ছাড়া সেটা সম্ভব না। এদিকে দুর্জয়ের বাড়ির সবাইকে জিজ্ঞেস করে রানিকে নার্সিংহোম জয়েন করেছেতোরা আমাকে কিছু বলছিস না কেন? এই নিয়ে উত্তেজিত হয়ে পড়ে সেটা দেখে আনিশা এক সাইডে ঋতম আর মাধুরীকে ডেকে নিয়ে গিয়ে বলে রানি যে নার্সিংহোমে যৌণ করেছে তোমরা বলে দাও। কিন্তু ও যে এই বাড়িতে জয় সেবা করবে সেটা কিন্তু বলো না। এরপর ঋতম দরজার কাছে এসে বলে, হ্যাঁ, আমরা সবাই তোকে লুকিয়েছি রানি ওই নার্সিংহোমে যৌণ করেছে। এই কথা শুনে দুর্জয় হাসতে থাকে।
Related Tag - তোমাদের রানী আজকের পর্ব, তোমাদের রানী সিরিয়াল আজকের পর্ব, তোমাদের রানী আজকের পর্ব ফুল এপিসোড, tomader rani today episode, tomader rani ajker porbo, tomader rani ajker episode